ষ্টাফ রিপোর্টার : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণায় চরম বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষরা। এ দুঃসময়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী নিয়ে নোয়াখালী সদর উপজেলায় অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন।
গত ১৪ দিনে উপজেলার পরিবহন শ্রমিক, দোকান কর্মচারী, নরসুন্দর, ছিন্নমূল ব্যবসায়ী, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, সুইপার, তৃতীয় লিংগ, জেলে, বেদে সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণী-পেশার ৬ হাজার ৬০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী হাতে পেয়ে বেজায় খুশি অসহায় পরিবারগুলো।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার ১০ নম্বর অশ^দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭ শতাধিক জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, অশ^দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, ইউনিয়ন পরিষদের সচিব চন্দ্র ভূষণ দে প্রমুখ। আলোকিত মানবিক অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
এসময় জেলে পরিবারের নারী-পুরুষ সদস্যদের স্বতঃস্ফূর্ততায় এক ভিন্নরকম পরিবেশের সৃষ্টি হয়। স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে মানবিক সহায়তা নিতে পারায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বলেন, গত ১৪ দিনের লকডাউনে উপজেলার ৬ হাজার ৬০০ পরিবারকে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী সুশৃঙ্খলভাবে পৌঁছে দিয়েছি। প্রতিজনের মানবিক সহায়তার এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো সম্বলিত প্যাকেট।