ষ্টাফ রিপোর্টার :নোয়াখালী জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের ১২০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন আরও আটজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
তাঁদের মধ্যে পাঁচজনই নারী। আজ সকালে কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসক ও সমন্বয়ক নিরুপম দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তিরা হলেন বেগমগঞ্জের চন্দ্রগঞ্জের ছবুরা খান (৬৫), বিজয়পুরের রৌশনারা বেগম (৭০), হাজীপুরের নাজমুন নাহার বেগম (৮৪), সদর উপজেলার মাইজদী গ্রামের আবু তাহের (৭৩), সোনাপুরের অজিফা খাতুন (৮৪), সেনবাগের নুরুন নাহার (৭০), চাটখিল উপজেলার আবুল হোসেন (৭৫) ও মনির হোসেন (৫৯)।
নিরুপম দাশ বলেন, বর্তমানে হাসপাতালে ৭২ জন করোনা রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কমপক্ষে ১৮ জনের অবস্থা সংকটাপন্ন। তাঁদের অবস্থার উন্নতি ঘটাতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে জেলায় নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলার তিনটি করোনা পরীক্ষার ল্যাবে ২১২ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। শনাক্ত ২৪ দশমিক ৫২ শতাংশ।
নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া ৫২ জন রোগীর মধ্যে ২৩ জন বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। আর বাকিদের মধ্যে সোনাইমুড়ীর ২৮ জন, সেনবাগের ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৭৫ জন। মারা গেছেন ১৭২ জন।

Select Page