ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল কাদের নামের এক বাদাম বিক্রেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চৌমুহনী-ছাতারপাইয়া আঞ্চলিক সড়কের কাশিপুর বাজার এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচ যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি চৌমুহনী থেকে সেনবাগের ছাতারপাইয়া এলাকায় যাচ্ছিল। কাশিপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আব্দুল কাদের নিহত হন। চালকসহ আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে। বাদাম বিক্রেতার পরিবার তার মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।