ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত দ্বিতীয় দফা কঠোর লকডাউনের ৩য় দিন চলছে । লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসারসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা।
লকডাউনের বিধিনিষেধ মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২৩টি মোবাইল টিম প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় লকডাউনের বিধিনিষেধ ও আইন অমান্যকারী ১৮৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৭২টি মামলায় এক লাখ ২৯ হাজার এশ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, সকাল জেলা শহর মাইজদীসহ বড় বড় বাজারগুলোর সকল শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। জেলা শহর থেকে সকল ধরনের গণপরিবহন ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা,সিএনজি ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।