স্টাফ রিপোর্টার: দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে একই মনোভাব প্রকাশ করেছে, আওয়ামী লীগ ও বিএনপি। একই মত মার্কিন রাষ্ট্রদূতেরও। নির্বাচনে নারী নেতৃত্ব বৃদ্ধি নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। বৈঠকে রাজনৈতিক দলগুলোর কমিটিতে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর তাগিদ দেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
গত এক দশকে বাংলাদেশের রাজনৈতিতে নারী নেতৃত্বের বিকাশ ঘটেছে কম নয়। তবে তা কি পর্যাপ্ত? দেশের রাজনীতি ও নির্বাচনে নারীর অংশগ্রহণ নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এ গোল টেবিল বৈঠকে উঠে আসে এসব প্রশ্ন।
ইস্যুতে দেশের নারী রাজনৈতিকরা ছাড়াও কথা বলেন প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, বিদেশি কুটনৈতিকসহ প্রধান নির্বাচন কমিশনারও।
মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, সহিংস রাজনৈতিক পরিস্থিতি ছোট করে দেয় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে। তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে অংশগ্রহণমূলক নির্বাচনেরও তাগিদ ছিলো তার।