ষ্টাফ রিপোর্টার : কঠোর লকডাউনের পঞ্চম দিন নোয়াখালীতে রাস্তাঘাটে মানুষ ও ছোট যানবাহন চলাচল আরও বেড়েছে। তবে সদরে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বেশিরভাগ দোকানপাট ভিতরে ভিতরে খোলা রয়েছে। তাছাড়া রাস্তার মোড়ে পুলিশের ব্যারিকেট দেখা গেছে কিন্তু পুলিশের কোন তদারকি চোখে পড়ছে না। এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
প্রয়োজনে-অপ্রয়োজনে নানা অজুহাতে রাস্তায় বের হয়েছে মানুষ। সকালের দিকে মাইজদীর পোৗরবাজার, সোনাপুর জিরো পয়েন্ট ও দত্তের হাট সবগুলো বাজারে ছিলো প্রচুর ভিড়। বাজারে কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগ মানুষের মাস্ক ছিলো থুতনির নিচে। আবার মাস্ক ছাড়াও বাজারে অনেক ক্রেতা-বিক্রেতাকে দেখা গেছে।
সকালের দিকে মাইজদীর প্রধান সড়কে ছিলো রিকশা, মোটরসাইকেল এবং সিএনজির দখলে। অন্যান্য গণপরিবহন বন্ধের সুযোগে রিকশাভাড়া বেড়েছে কয়েকগুণ।তাছাড়া পুলিশের কয়েকটি চেকপোষ্ট দেখা গেলেও তারা তেমন একটা রাস্তায় কোন গাড়িকে জিজ্ঞাসাবাদ করছে না এবং কোন কারণে সাধারণ মানুষ বাহিরে আসলো তাও জিজ্ঞাসাবাদ করতে দেখা গেল না। কোন রিক্সায় চারজন যাত্রী, কোন রিক্সায় তিনজন যাত্রী নিয়ে যাচ্ছে তারা কোন জিজ্ঞাসাবাদের মুখে পড়ছে না ।
এদিকে করোনায় আজ নোয়াখালীতে আক্রান্ত আরো ১২১জন ,মৃত্যু ২জনের ।
এছাড়া ঢাকায় করোনায় মারা গেছে নোয়াখালীর বিশিষ্ট আইন জিবি এডভোকেট হুমায়ন কবির বাবুল, অপর দিকে হাতিয়ার পোরসভার মেয়র ইউসুফ গাজীর স্ত্রী।