ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এবং ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে জেলার করোনা রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান ও সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
এ সময় ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, নোয়াখালী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আগে কোভিড হাসপাতালে যত রোগীর চিকিৎসা দেওয়া হতো এখন তা উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে। এই মূহূর্তে এই সিলিন্ডারগুলো আমাদের জন্য অনেক উপকারে আসবে।
ম্যাক্স গ্রুপের প্রতিনিধি জিয়া উদ্দিন জুয়েল বলেন, করোনা মহামারির এই দুর্যোগে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আইইবি-ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টার চালু করেছে। তার অংশ হিসেবে নোয়াখালী জেলায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজিমুল হায়দার সহ গণমাধ্যম কর্মীরা।