ষ্টাফ রিপোর্টার : নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আজাদ হোসেন (৩০) ও সবুজ (২৮) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন, নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আক্তার হোসেনের ছেলে আজাদ হোসেন ও একই ওয়ার্ডের মন্টু মিয়ার ছেলে সবুজ।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. রবিউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সোনাপুর মিলন কন্টেকক্টরের বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী আজাদ ও সবুজকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। মদকের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যহত রয়েছে।