ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর ভাসানচরে খেলতে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পুকুরের পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশু মারা গেছে।
মৃতরা হলো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের ছেলে মো. আনিসুর রহমান আনাস, মো. জামাল হোসেন এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছাস্মৎ হাফসা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ৩ এর চেয়ারম্যানের পুকুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে ৪ শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যানের পুকুরের পানিতে ডুবে গেলে তাদের অপর সঙ্গী জুনায়েদ দৌঁড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে ৩ জনকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিশুদের মরদেহ হাসপাতাল থেকে তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। মৃত শিশুদের ধর্মীয় রীতিতে দাফন করা হয়েছে।