ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সেনবাগ উপজেলায় বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের অভিযোগে সেনবাগ থানায় সোমবার দুপুরে তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই গৃহবধূ। শুক্রবার রাতে ধর্ষণের ওই ঘটনা ঘটে।
ওই গৃহবধূ জানান, বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার রাত ৯টার দিকে তাদের বাড়িতে যান তিনি। জন্মদিনের কেক কাটার পর ফরহাদ নামের একজনের নেতৃত্বে ৫ থেকে ৭ জন ওই বাড়িতে যান। সেখানে তারা অভিযোগ তোলেন, ওই গৃহবধূর সঙ্গে রাজন নামের এক যুবকের সম্পর্ক রয়েছে।
পরে রাজনসহ তাকে তুলে এনে ফরহাদের বাসায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করেন। কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেয়ার জন্য ফোন এলে তারা রাজনকে ছেড়ে দেন।
তবে ওই গৃহবধূকে আটকে রাখা হয়। এক পর্যায়ে ফরহাদ তাকে ধর্ষণ করেন। ওই সময় তার সঙ্গীরা বাইরে পাহারায় ছিলেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ফরহাদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।