ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর চাটখিল পৌরসভায় রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে একজনের মৃত্যু হয়েছে।
চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামে শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ হোসেন মধুর বাড়ি ওই গ্রামে। তিনি দিনমজুর ছিলেন।
চাটখিল থানার উপপরিদর্শক (এএসআই) সালমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশে বের হন মোহাম্মদ হোসেন মধু। পথে ছিঁড়ে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এএসআই সালমা আক্তার জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের কোনো অবহেলা ছিল কিনা তা তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।