ষ্টাফ রিপোর্টার : নোয়াখালী সদরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমানের বাড়ি সদর উপজেরার চন্দ্রপুর গ্রামে। তিনি অটোরিকশার চালক ছিলেন।
স্থানীয় লোকজন বরাত দিয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে মাইজদী বাজার থেকে সোনাপুর গামী একটি ট্রাক মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় আব্দুর রহমান আহত হন। তবে ওই সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শাহেদ আরও জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।