ষ্টাফ রিপোর্টার : নোয়াখালী মাইজদীর দারুচিনি চাইনিজ এ শুক্রবার ( ২৭আগষ্ট) রাত সাড়ে দশটায় একুশে এক্সপ্রেস লি: এর এক উন্নয়ন মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপস্থিতছিলেন ,একুশে এক্সপ্রেস লি:ব্যবস্থাপনা পরিচালক সামছুউদ্দিন মাহমুদ ফরহাদ, চেয়ারম্যান অহিদ উদ্দিন মাহমুদ মুকুল,ডাইরেক্টর ইকবাল মাহমুদ তুহিন সহ কোম্পানীর উন্নয়ন কমকর্তাগণ কোম্পানীর কাউন্টারের ম্যানেজার সহ আরো অনেক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বলেন ,সবাইকে সচেতন ও ভাল ভাবে সুন্দর করে কাজ করে যাওয়ার আহবান জানান এবং যাত্রীদের সাথে সুন্দর আচরণ করা তাদের কে ভাল সার্ভিস দেওয়া মহিলাদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয় ।
সোনাপুর থেকে গাড়ী ছাড়ার পর সকল কাউন্টারের সাথে যোগাযোগ ও জিএম /এজিএময়ের সাথে যোগাযোগ রাখতে বলা হয় । সভা শেষে নৈশ ভোজের অয়োজন করা হয়।