ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ার এক পুকুরে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছ পাওয়া গেছে।
রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলার হরনী ইউনিয়নের বয়ারচরের এলাকায় মো. বেলাল নামে এক ব্যক্তির পুকুরে এই মাছ পাওয়া যায়।
পুকুরের মালিক মো. বেলাল বলেন, ‘বাড়ির পুকুরে সেচ দিতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে ৩০০ গ্রামের ওই ইলিশ মাছটি পেয়েছি। আজ সকালে বাড়ির পাশে মাইনুদ্দীন বাজারে মাছটি বিক্রি করতে আনলে চারদিকে শোরগোল পড়ে যায়। এটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা।’
হরনী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মাওলানা আবু সাইদ জানান, বেলালের পুকুরে একটি ইলিশ মাছ পাওয়া গেছে। জোয়ারের পানি প্রবেশ করার সময় হয়তো তখন ইলিশটি পুকুরে ঢুকে গেছে।
এবিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুস সাকিব খান জানান, ইলিশ মাছ একটি বিচিত্র বৈশিষ্টের মাছ। নদীর জোয়ারের পানি পুকুরে প্রবেশ করার সময় হয়তো নোনা পানির সঙ্গে ইলিশটিও প্রবেশ করেছে। তবে এখন দেশে পুকুরে ইলিশ চাষ নিয়েও গবেষণা চলছে।