চাটখিল প্রতিনিধি: চাটখিলের নোয়াখালা গ্রামে গত সোমবার রাতে ছিন্তাইকারীর চুরিকাঘাতে সোনাচাকা বাজারের ব্যবসায়ী তারেক হোসেন খোকন খান (৪৫) গুরুতর আহত হয়েছেন।
এ সময় ছিন্তাইকারীরা তার নিকট থাকা ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় চাটখিল থানা পুলিশ ছিন্তাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল এবং আলমগীর (৩০) ও জুয়েল (২৩) নামে ২ ছিন্তাইকারীকে গ্রেফতার করেছে। তারেক হোসেন খোকন খান নোয়াখলা গ্রামের পাঠান বাড়ীর আব্দুল্লাহ খানের ছেলে।
জানা গেছে, খোকন খান রাত ৯ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী যাওয়ার পথে পশ্চিম নোয়াখলা হাজী সাহেবের ডগির কাছে গেলে ছিন্তাইকারীরা তাকে গতিরোধ করে। এ সময় ছিন্তাইকারীদের চুরিকাঘাতে সে গুরুতর আহত হয়। সে বর্তমানে নোয়াখালী জেলা সদরে মা-মনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার জানান সংগঠিত ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।