ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে চোরাই মালপত্রসহ ৪ রোহিঙ্গা কিশোরকে আটক করেছে নৌবাহিনীর এফআইএস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম মঙ্গলবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের থেকে সোমবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক কিশোররা হলেন মো. এরশাদ, মো. রফিক, কামাল হোসেন ও ওমর ফারুক।
এসপি শহীদুল ইসলাম জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার শেল্টারের সোলার প্যানেল চুরি করে পালানোর সময় ৬৩ ক্লাস্টারের সামনে থেকে ওই চার কিশোরকে আটক করেন এপিবিএন সিভিল টিম ও এফআইএস সদস্যরা। এ সময়
তাদের কাছ থেকে চুরির মালপত্র জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসপি।