ষ্টাফ রিপোর্টার : নোয়াখালী সদর উপজেলায় রাস্তার পাশের ডোবা থেকে আব্দুর রহিম (১৮) নামের এক যুবকের পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর বাঞ্ছারাম গ্রাম থেকে সুধারাম থানার পুলিশ এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমেদের ছেলে।
পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার হোসেন মানু জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় এলাকাবাসী নিহত রহিমের পা বাধা মরদেহ রাস্তার পাশের একটি ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত আব্দুর রহিম পার্শ্ববর্তী আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা। কে বা কাহারা তাকে হত্যা করে এখানে মরদেহ পেলে যায় তা এখনো কেউ বলতে পারেনি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন নিহতের লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।