ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুপুর ১টার দিকে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিকে দুপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার অপর আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি বাড়িতে রোববার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
যুবকের নাম ছেরাজুল হক মামুন। ৩০ বছরের মামুনের বাড়ি উপজেলার কাদিরপুর ইউনিয়নের পূর্ব কাদিরপুর গ্রামে। পেশায় তিনি দিনমজুর।
এজহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় মামুন ও তার সহযোগী কামাল। পরে একটি পরিত্যাক্ত ঘরের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে দু’জন। এতে ওই ছাত্রী ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বিষয়টি এক সপ্তাহ আগে জানতে পারেন ওই ছাত্রীর মা। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে রোববার সকালে থানায় মামলা করেন। এতে আসামি করা হয় দুই জনকে।