Select Page

আজ শনিবার, ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: রাত ১:০৩

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

সেপ্টে ১৪, ২০২১ | নোয়াখালী, সুবর্ণচর, হাতিয়া

স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচর ও দ্বীপ উপজেলা হাতিয়ায় পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে সুবর্ণচর ও বিকেলে হাতিয়ায় পৃথক এ ঘটনা ঘটে ।
মৃতরা হলো- সূবর্ণচরের চরজব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে ফাহিমুল ইসলাম ফারাবী (৪) ও হাতিয়ার হরণী ইউনিয়নের সিরাজপুর গ্রামের মেহরাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হাসান (২) ।
স্থানীয়রা জানান, সকালে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে ডুবে যায় ফারাবী । পরে শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা । একপর্যায়ে ওই পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয় ।
অন্যদিকে, এদিন বিকেলে হাতিয়ায় মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে যায় হাসান । বিকেল ওই বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল সে । পরে সন্ধ্যা হয়ে গেলেও হাসানকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করেন স্বজনরা । একপর্যায়ে ঘরের সামনের পুকুর থেকে ভাসমান নিথরাবস্থায় শিশুটিকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হাসানকে মৃত ঘোষণা করেন ।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পৃথক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০