স্টাফ রিপোর্টার: সদর উপজেলায় অভিযান চালিয়ে মোঃ সেলিম (৪০) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞিপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব।
সেলিম ডাকাতকে মঙ্গলবার ভোরে ওই উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেলিম ডাকাত সদর উপজেলার মাইজচারা গ্রামের আলী আহাম্মেদের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিঃ এএসপি মোঃ জসিম উদ্দীন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাত সর্দার সেলিমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুর ২টার দিকে তাকে সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।