ষ্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলা শহর মাইজদীসহ অন্যান্য স্থানে মোটরসাইকেল চোরের উপদ্রব বেড়ে গেছে। নোয়াখালী পৌরসভার সেন্ট্রাল রোর্ডের বাসিন্দা এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাংবাদিক ইমাম উদ্দিন আজাদের সেন্ট্রাল রোর্ডস্থ বন্ধন কটেজের পার্কিং রুমের তালা ভেঙ্গে চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
ভারতের টিভিএস কোম্পানির নোয়াখালী হ১১-৬২১৪ নং প্রোনেক্স ১২৫ সিসি সাদা রঙ্গের মোটরসাইকেলটির ইঞ্জিল নং ঋঋ৪অএ১০৫৩৭১৯,চসেসি নং গউ৬২৫ঝঋ৪৫এষঅ৬৬৬৭৩ ।
বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল চুরির বিষয়ে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে ইমাম উদ্দিন আজাদ। ডায়েরী নং ১১৩৮।