ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আধিপত্য বিস্তার নিয়ে বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামে ইব্রাহীম মার্কেটের সামনে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন আব্দুর রহমান, আনোয়ার হোসেন, সাজ্জাদুল ইকবাল, বাবর উদ্দিন ও আমির হামজা ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কিছু দিন ধরেই দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল । এরই জেরে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল ও স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন ।
আহতদের মধ্যে আব্দুর রহমান ও বাবর উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।
ওই সংঘর্ষের পর রাত ৮টার দিকে উভয় পক্ষের অনুসারীরা ফের সাগরিয়া বাজারে অবস্থান নেয় । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে ।

Select Page