Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৭:০৪

নির্বাচনে হারতেই কেন্দ্রর ওপর হামলা, পুলিশসহ আহত ৫

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

সেপ্টে ২১, ২০২১ | নোয়াখালী, সুবর্ণচর

সুবর্ণচর প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে পরাজিত ইউপি সদস্য সোহরাব হোসেনের অনুসারীদের হামলায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরওয়াপদা ইউনিয়নের দারুল উলুম কাওমি মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কনস্টেবল মো. শাহাদাত হোসেন, মো. তারেক, উক্য মারমা, আনসার সদস্য মো. ফারুক হোসেন ও আলাউদ্দিন।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার জানান, সোমবার চরওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দারুল উলুম কাওমি মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ চলে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষে ইউপি সদস্য পদে ফলাফল ঘোষণা করলে পরাজিত প্রার্থীর অনুসারীরা হঠাৎ কেন্দ্রের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে তিন পুলিশ ও দুই আনসার সদস্য আহত হন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক জানান, আহত কনস্টেবল ও আনসার সদস্যরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০