বেগমগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে আসামি নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।
এ দুর্ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার ।
তিনি বলেন, জেলা কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেয়ার সময় পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় বৃহস্পতিবার (২৩সেপ্টেম্বর) দুপুরে পুলিশের মাইক্রোবাসে বিস্ফোরণ হয় । এতে আগুন ধরে গেলে গাড়িতে থাকা চার পুলিশ সদস্য দগ্ধ হন ।
তারা হলেন থানার এসআই বোরহান উদ্দিন সরকার এবং কনস্টেবল রাকেশ, বেসান্ত ও আনাস । তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক ।
ওসি আরও জানান, আসামিরা বেগমগঞ্জ থানা হেফাজতে আছেন ।

Select Page