কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে নোয়াখালীর বসুরহাট পৌরসভায় অর্ধ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত কর্মবিরতি পালিত হয়।
বসুরহাট পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ও নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং বাজার পরিদর্শক করিমুল হক সাথীর সঞ্চালনায় উক্ত অর্ধ দিবস কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র আবুল খায়ের, সহকারী প্রকৌশলী কাজী হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ছায়েদুল হক বাবুল, বসুরহাট পৌরসভার সচিব মোঃ হালিম উল্যাহ, বসুরহাট পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এম গোলাম ছারওয়ার, মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাছের স্বপন, যুগ্ম- সম্পাদক জামাল উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শিপু, কোষাধ্যক্ষ তোয়াহা বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেফায়েত উল্যাহ জুয়েল, মহিলা বিষয়ক বিষয়ক সম্পাদক আলপান ঘোষ, সাংষ্কৃতিক সম্পাদক জুটন চন্দ্র মজুমদার, নির্বাহী সদস্য মোঃ আলা উদ্দিন, মোঃ জাকির হোসেন, শাহাদাত হুসাইন, লিটন চন্দ্র মজুমদারসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।