Select Page

আজ শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: দুপুর ২:৫৮

নোয়াখালীতে নানা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়েছে

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

সেপ্টে ২৮, ২০২১ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফ রিপোর্টার :  আনন্দ র‌্যালি, বৃক্ষরোপণ ও চক্ষু শিবিরসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করেন নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল।

কর্মসূচির মধ্যে আরও ছিল বেলুন উড্ডয়ন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া পথশিশুসহ পৌর নাগরিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের বিভিন্নস্থানে ফলজ, ঔষুধিসহ বিভিন্ন জাতের ৭৫টি গাছ লাগানো হয়। এরপর নোয়াখালী পৌর অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া হয়। দুপুরে পৌরসভা ভবনসহ শহরের ৫টি স্থানে মধাহ্নভোজের আয়োজন করা হয়।

এসময় মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, দীপক চন্দ্র দাস, নাছির উদ্দিন, কামাল উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরা।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০