ষ্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক ব্যক্তিবর্গের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন এর সভাপতিত্বে এবং জেলা সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস।
বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক, জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।