ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীতে অস্ত্রসহ জুয়েল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল ও নয় রাউন্ড গুলি জব্দ করা হয়।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
জুয়েল বেগমগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তিনি বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
এসপি মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মিঝি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।