ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু বাকি ৩৫ জন নারী ও পুরুষ রয়েছে।
মঙ্গলবার (৫অক্টোবর) সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশকে অবহিত করে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ৪৫ রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
এসপি আরো জানান, ৪৫ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে বলে সংবাদ পাওয়া গেছে। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। গত ২ দিন ধরে তারা না খেয়ে আছে বলেও জানা যায়।
ভাসানচর থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড হাতিয়ার একদল রোহিঙ্গাকে স্বর্ণদীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গেছে। তবে তারা এখনো আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।