ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে আটক ৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
এ ঘটনায় ভাসানরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ, ১২ জন নারী ও ২৫ জন শিশু রয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে কোস্টগার্ডের সদস্যরা তাদেরকে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ করে। এর আগে মঙ্গলবার সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
এসপি জানান, গত ৩ অক্টোবর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে ৪৭জন রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ার সময় হাতিয়ার স্বর্ণদ্বীপ এলাকায় তাদের রেখে সটকে পড়েন মাঝিরা। পরে তাদের আটক করে পুলিশ।