ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কবিরহাট উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে । আজ মঙ্গলবার সকালে উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে । খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে বাজারের একটি কনফেকশনারি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় । মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে । আগুনে একটি কসমেটিকসের দোকান, একটি জুতার দোকান, একটি পোলট্রি মুরগির দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ আজাদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর দোকানসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এতে তাঁদের কমপক্ষে ৪০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কোম্পানীগঞ্জ স্টেশনের কর্মকর্তা মো. জামিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি । তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ।

Select Page