ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী ।
উপজেলার জমিদারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত অটোরিকশাচালকের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ ।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ উপজেলা থেকে বেগমগঞ্জের চৌমুহনীর উদ্দেশ্যে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল । পথে অটোরিকশাটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক সড়কের জমিদারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক মারা যান ।
পরে আহতদের উদ্ধার করে নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলে চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page