সুবর্ণচর প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী মোহাম্মদ উল্যা দরবেশের বাড়িতে শৌচাগারের ময়লা ফেলা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছে । এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শনিবার দুপুরের দিকে উপজেলার দক্ষিন কচ্ছপিয়া গ্রামের হাজী মোহাম্মদ উল্যা দরবেশের বাড়িতে এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন, দক্ষিন কচ্ছপিয়া গ্রামের আবুল কালামের ছেলে আবুল কাশেম (২৫),আবদুল মন্নানের ছেলে আবদুর রহিম (২৭) ও আবদুল করিম (২০) মৃত খুরশিদ আলমের ছেলে আবুল কালাম(৩৫) আবুল কালামের ছেলে আবুল হাসেম(২১) আবু আহাম্মদের ছেলে আবু সায়েদ (১৮) আবদুর রহিমের স্ত্রী রাশেদা বেগম(২১) আবুল কাশেমের স্ত্রী সীমা আক্তার ।
ভুক্তভোগী সীমা আক্তার জানান, বাড়ির শৌচাগার পরিস্কার করার জন্য নিজেদের জায়গায় গর্ত করে ময়লা রাখার সময় পতিপক্ষ আনিছুল হকের ছেলে মহি উদ্দিন(৪০) ও রাশেদ গালমন্দ করেন । এক পর্যায়ে মহি উদ্দিন ও রাশেদ ঘটনাস্থলে এসে তাকে এলোপাতাড়ি মারতে থাকে । পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে হাসপাতালে আনার পর আবুল কাশেমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন ।
চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সহকারী উপপরিদর্শক মো. ছগির আহমেদকে পরিদর্শনের জন্য পাঠিয়েছি । প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে । পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব ।