ষ্টাফরিপোর্টার : নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা । এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন ।
জেনারেল হাসপাতালের ফটকের বাইরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে ।
আহত আনসার সদস্যরা হলেন মনসুর আলী ও মো. মিল্লাত । উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, গত সপ্তাহ থেকে হাসপাতালের গেটের ভেতরে রোগীর গাড়ি ছাড়া অন্য সব যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে । মঙ্গলবার সকালে কিছু অটোরিকশা ভেতরে ঢুকতে চাইলে ওই আনসার সদস্যরা তাদের বাধা দেন । সে সময় কয়েকজন দুষ্কৃতকারী আনসার সদস্যদের ওপর হামলা চালায় ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে । তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page