Select Page

আজ সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: রাত ৯:৫৯

নোয়াখালীতে চুরি হওয়ার শিশু সাতদিন পর উদ্ধার, গ্রেফতার ১

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

অক্টো ২৭, ২০২১ | চাটখিল, নোয়াখালী

ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর চাটখিলে চুরি হওয়ার সাতদিন পর মরিয়ম (২) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ ।
একই সঙ্গে অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৫) গ্রেফতার করা হয়। সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকার মুসফিকের মেয়ে ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ ।
পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে । গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায় । কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায় । আশপাশে অনেক খোঁজ করেও সন্ধান না পেয়ে শিশুর বাবা চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ।
ওই অভিযোগের পরে পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখে সাত দিন পর গভীর রাতে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে গ্রেফতার করে ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (চাটখিল-সোনাইমুড়ী সার্কেল) মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নারীকে আজ বুধবার নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০