ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পুজামণ্ডপ, দোকান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং ইসকন ভক্ত নিহতের ঘটনায় রা মামলায় আরও দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । এ সময় তাঁরা ইসকন মন্দিরে হামলা-ভাঙচুর ও খুনের ঘটনায় জড়িত আরও ২৬ জনের নাম উল্লেখ করেছেন । গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয় । পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয় ।
যে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁরা হলেন চৌমুহনী পৌরসভার টিঅ্যান্ডটি কলোনির মো. আরিফ (২১) ও গণিপুরের আবদুর রহিম (৪০) । আজ শুক্রবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয় । ওই দুজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৫ অক্টোবর মন্দির, পূজামণ্ডপ, দোকান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং একজন ইসকন ভক্তকে মারপিট করে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন । পরে তাঁরা এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন ।
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার খবরের জেরে ১৩-১৫ অক্টোবর নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জসহ বিভিন্ন উপজেলায় মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে । হামলায় নিহত হন দুই ইসকন ভক্ত । এসব ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা হয়েছে । এসব মামলায় এখন পর্যন্ত ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁদের মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন আসামি ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page