ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয় । ভাসানচর থানা পুলিশ ও ভাসানচরে দায়িত্বরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয় ।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ১৫টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় এক মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । পরে ওই সব স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেওয়া হয় উচ্ছেদকৃতদের ।
সোমবারও (১ নভেম্বর) বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে । এ সময় ২ মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয় ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page