আবুল বাসার : নাগরিক অধিকার জোটের আয়োজনে নোয়াখালীর সুবর্ণচরে এসডিজি অর্জনে স্থানীয় প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সুবর্ণচর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে উপজেলার নানা শ্রেণীর পেশায় নাগরিক অংশ গ্রহণ করে৷
নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি’ র আয়োজনে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এমএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আবুল বাসার মঞ্জু,সাংবাদিক আব্দুল বারী বাবলু, আরিফ সবুজ, আবুল বাসারসহ উপজেলার ৬টি ইউনিয়নের নাগরিক জোটের সদস্য বৃন্দ৷
এসডিজি অর্জনে স্থানীয় প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সংলাপে নাগরিক সক্রিয়তার মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠান সমুহের সুশাসন জোরদার করণ প্রকল্প নিয়ে নাগরিক জোটের নেতারা বিভিন্ন মতপ্রকাশ করেন ।
নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি’ র নির্বাহী পরিচালক আব্দুল আউয়ালের সঞ্চালনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page