ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে নারী ও শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে ।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করে চরজব্বর থানায় হস্তান্তর করে স্থানীয়রা ।
আটক রোহিঙ্গারা হল ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৭৬ নম্বর ক্লাস্টারের হাসিনা বেগম, আলমার জাহান, রোজিনা আক্তার, ১২ বছরের সাইফুল ইসলাম, তিন বছরের মো. ইয়াছিন ও এক বছরের মো. আজিজ ।
এসব তথ্য নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, ‘ভাসারচর আশ্রয়ন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। কোস্ট গার্ড এসে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে সুবর্ণচর থেকে পুনরায় আটক ছয় রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের উদ্দেশে নিয়ে যায় ।’
ওসি জানান, বুধবার ভোরের দিকে ওই ছয় রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। বুধবার দুপুরের দিকে দালাল ও নৌকার মাঝি সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যান ।
কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে থানায় জানায় । সন্ধ্যার দিকে ওই ছয় রোহিঙ্গাকে থানায় আনা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page