ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচরে ফরিদ সরদার নামের এক কৃষককে রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে । এ ঘটনায় চান মিয়া নামের একজন গুরুতর আহত হন ।
শুক্রবার দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীর ভোট করায় ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে ফরিদের পরিবার ।
২০ সেপ্টেম্বরের ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে হারিয়ে দলের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন ।
৪৫ বছর বয়সী কৃষক ফরিদ সরদার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার ছেলে। তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী ছিলেন ।
ফরিদের ছেলে জাকের বলেন, ‘সকালে বাবা তার বন্ধু চান মিয়াকে নিয়ে স্থানীয় বাংলাবাজারে ইরি ধান কিনতে যান । একপর্যায়ে বাংলাবাজার থেকে তিনি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন ।
‘উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে ওত পেতে থাকা মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন বাবাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে হত্যা করেন ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page