ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জের ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার প্রার্থী) জসিম উদ্দিনের মোরগ মার্কার নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে । এসময় হামলাকারীদের আঘাতে অফিসে থাকা প্রার্থীর ছেলে, ভাই সহ ৫ জন আহত হয়েছে ।
আহতরা হলেন, প্রার্থীর ছেলে অলেন হোসেন (১৬), ভাই আবদুল মন্নান (৫৫), সমর্থক মো রাসেল (৩৫), সাইফুল (৩৭) ও আজিম উদ্দিন (৪৫) । আহতদের মধ্যে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে হাসানহাট পশ্চিম বাজারে ইউপি সদস্য প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে ।
প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো তিনি নির্বাচনী প্রচারনায় মাঠে ছিলেন । তার নির্বাচনী অফিসে তার ভাই, ছেলেসহ ৬/৭ জন বসেছিল। হঠাৎ প্রতিপক্ষ প্রার্থী মোয়াজ্জেম হোসেন সোহাগ তার বাহিনীর শতাধিক সন্ত্রাসী নিয়ে গণমিছিল সহকারে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে তান্ডব চালায় । এ সময় ভয়ে লোকজন দিকবিদিক ছুটাছুটি করে । সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে এসে আমার ছেলে, ভাই ও কর্মীদের ওপর হামলা চালায় । এতে আমার ৫জন লোক আহত হয়েছে । নির্বাচনে আমার নিশ্চিত বিজয় জেনে তারা এ পরিকল্পিত হামলা চালায় । এদিকে প্রার্থীর বড়ভাই ভাই আহত আজিম উদ্দিন অভিযোগ করেন, তার দোকানেও একই সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে মারধর করে দোকানের মালামাল লুট করে দোকানের ক্যাশে থাকা নগদ ৫ লাখ ২২ হাজার টাকা নিয়ে যায় ।
অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার বিকেল ৩টা ৫৪ মিনিটের দিকে অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী মোয়াজ্জেন হোসেনের ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায় । বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুর হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । দুই প্রার্থীই পাল্টাপাল্টি মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page