ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিয়ে ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে এ ঘটনা ঘটে ।
গুলিবিদ্ধ পাঁচজন হলেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান, সাইফুল ইসলাম, আবদুস সবুর, মামুনুর রশিদ ও কামাল হোসেন । আটক দুজন হলেন প্রার্থী আনিসুরের ভাই আলী ও মোশাকপুর গ্রামের মিরাজ হোসেন । পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমানের গায়ে ছররা গুলি লাগে ।
সংঘর্ষ নিয়ন্ত্রণে পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। আর আটক করা হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভাইসহ আরেকজনকে ।
আহত চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়। জোর করে ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেয় নৌকা প্রার্থীর লোকজন ।
‘এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীলদের কাছে জানালেও তারা বলেন, সুষ্ঠু ভোট হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক নয় দেখে আমি বাড়ি ফিরে যাবার সময় পুলিশের সামনে সশস্ত্র অবস্থায় সাহেদের নেতৃত্বে আমার ওপর হামলা চালায় ।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ঢোকার চেষ্টা করলে পুলিশ ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে । এ সময় স্বতন্ত্র প্রার্থীর ভাইসহ দুজনকে আটক করা হয় ।

Select Page