Select Page

আজ রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৪ হিজরি সময়: ভোর ৫:১৩

নোয়াখালীতে কারাগারে থেকে চেয়ারম্যান হলেন বিএনপি নেতা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কারাগারে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো.বাহারুল আলম সুমন ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন ।
আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে মো.বাহারুল আলম ৩ হাজার ১০৬ ভোট পেয়ে ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি আমানউল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গত ১৫দিন আগে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । পরে অনুসারীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান ।
দ্বিতীয় ধাপে বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ৬ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন ও বিএনপি সমর্থিত ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন । এছাড়া একটি ইউনিয়নে জাসদ সমর্থিত এক প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছেন ।
নির্বাচিত হলেন- আমানউল্লাপুর ইউনিয়নে বাহারুল আলম সুমন (বিএনপি সমর্থিত স্বতন্ত্র)), গোপালপুর ইউনিয়নে মোশারফ হোসেন মিন্টু (জাসদ সমর্থিত স্বতন্ত্র), আলাইয়ারপুর ইউনিয়নে গিয়াস উদ্দিন পাটোয়ারী (নৌকা), ছয়ানি ইউনিয়নে ওয়াহিদুজ্জামান ওহিদ ( আ.লীগ বিদ্রোহী), রাজগঞ্জ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান চৌধুরী সেলিম (নৌকা), একলাশপুর ইউনিয়নে সাহেদুর রহমান দিপু (আ.লীগ বিদ্রোহী), বেগমগঞ্জ ইউনিয়নে শাহিদুর রহমান শাহীন (বিএনপি সমর্থিত স্বতন্ত্র), নরোত্তমপুর ইউনিয়নে মেহেদি হাসান টিপু (নৌকা), দুর্গাপুর ইউনিয়নে আবেদ সাইফুল কালাম (নৌকা), কুতুবপুর ইউনিয়নে কামাল হোসেন (আ.লীগ বিদ্রোহী), রসুলপুর ইউনিয়নে আবদুর রশিদ (বিএনপি সমর্থিত স্বতন্ত্র), হাজীপুর ইউনিয়নে শাহ মো.আজিম মির্জা (নৌকা), শরীফপুর ইউনিয়নে নোমান সিদ্দিকী (আ.লীগ বিদ্রোহী), কাদিরপুর ইউনিয়নে সালাউদ্দিন (নৌকা) ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১