ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জে কিশোরীকে অপহরণ করে তিন মাস আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে মামলা করা হয়েছে ।
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় রোববার রাত ৯টার দিকে মামলা করেন নবম শ্রেণির ওই ছাত্রী। এ সময়ও তাকে মামলা তুলে নেয়ার জন্য ফোনে হুমকি দেয়া হয় বলে জানান তার আইনজীবী ।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।
মামলার এজাহারে বলা হয়, এলাকার কিছু যুবক তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত ২৬ আগস্ট সকালে স্কুলে যাওয়ার সময় আবদুল্লাহ আল মামুন, মো. কামাল, মো. নাছের ও মো. ফরহাদ তাকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে মামুন ও কামাল তাকে ধর্ষণ করেন ।
এরপর ২৮ সেপ্টেম্বর দুপুরে তারা তাকে টাঙ্গাইলের শহিদপুর গ্রামের একটি বাড়িতে আটকে রাখেন। সেখানেও ওই যুবকরা তাকে ধর্ষণ করেন ও ধর্ষণের ভিডিও করে রাখেন।
৯ নভেম্বর মেয়েটি কৌশলে তার বাড়িতে পালিয়ে আসে। শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে রোববার রাতে মামলা করে ।
রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী মোশাররফ হোসেন বলেন, ‘বাদী যখন আমাকে দিয়ে এজাহার লেখাচ্ছিলেন তখনও ওই যুবকরা তাকে মোবাইলে একাধিকবার ফোন দিয়ে মামলা না করতে চাপ দেয় ও মামলা করলে হত্যার হুমকি দেয় ।’
ওসি জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সবকিছু মাথায় রেখে এগোচ্ছে পুলিশ । জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

Select Page