Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৬:৩৮

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী শিশু নিহত

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ফাহাদ হোসেন (১০) নামে সাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে । এ ঘটনায় করিম মিয়া (৫৫) নামে একজন আহত হয়েছেন ।
মঙ্গলবার (১৬ নভেম্বরে) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত ফাহাদ একই ইউনিয়নের বাসিন্দা ।
স্থানীয় লোকজন জানান, সকালে করিম মিয়া একটি বাইসাইকেল যোগে ফাহাদকে নিয়ে চৌধুরীহাট বাজারে উদ্দেশ্যে যাচ্ছিলেন । তারা আশরাফ বেপারী বাড়ির সামনে পৌঁছলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের সাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে মারা যায় ফাহাদ । গুরুতর আহত হন করিম । পরে লোকজন করিমকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০