ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়িতে গাঁজা চাষ করায় মনির হোসেন(২৬) এক যুবককে আটক করেছে পুলিশ ।
সোমবার বিকেলে চরপার্বতী ৯নম্বর ওয়ার্ড চরপূর্বানী গ্রাম থেকে জসিম উদ্দিনের ছেলে মনির হোসেনকে (২৬) আটক করা হয় । এ সময় তার বাড়ি থেকে গাঁজা গাছের দুইটি চারা জব্দ করা হয়েছে ।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চরপার্বতী ইউনিয়নের চরপূর্বানী গ্রামে অভিযান চালাই । এসময় বাড়ির আঙ্গিনায় চাষ করা গাঁজা গাছের দুইটি চারাসহ মনির হোসেনকে আটক করা হয়েছে ।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম আজাদ জানান, মনির হোসেনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে ।