ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর সোনাইমুড়িতে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ ।
সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের মেড়ীপাড়া গ্রামে রোববার বেলা ১১টায় মাহবুব হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় ।
২৮ বছর বয়সী মাহবুব হোসেনের বাড়ি মেড়ীপাড়া গ্রামে। তিনি ওমান প্রবাসী। ছুটিতে বাড়িতে এসেছিলেন ।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে মেড়ীপাড়া ব্রিজে সাদ্দাম হোসেনসহ তিন যুবক মাদক বিক্রি করছিলেন । মাহবুবসহ স্থানীয় কয়েকজন তাদের বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় ।
এর জেরে রোববার সকালে মাহবুবকে সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে নিজের ভাড়া বাসায় ডেকে নেন সাদ্দাম। সেখানে সাদ্দামসহ কয়েকজন তাকে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয় ।
সোনাইমুড়ি থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলম জানান, এ ঘটনার পরপরই একটি দাসহ সাদ্দামের বাবা মো. আলমকে বাড়ি থেকে আটক করা হয়েছে । সাদ্দাম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি ।
এসআই বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানতে পেরেছি, মাদক ব্যবসায় বাধা দেয়ায় এ ঘটনা ঘটেছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে । মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে ।

Select Page