ষ্টাফরিপোর্টার : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম । আজ বুধবার বেলা দুইটায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের টাউন হল মোড়ের আবদুল মালেক উকিল সড়কে এ কর্মসূচি পালন করা হয় ।
আয়োজকেরা বলেন, কর্মসূচি পালন উপলক্ষে বেলা দেড়টার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা একে একে শহরের টাউন হল মোড়ে জড়ো হতে থাকেন । মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি বি ইউ এস কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ বক্তব্য দেন ।
বক্তারা বলেন, বর্তমান সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা বাস্তবায়ন করছে । এর অংশ হিসেবে তাঁকে (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না । সরকার আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে । তাই অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান ।
পরে আইনজীবী ফোরামের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের করেন । মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে জেলা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয় ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page