ষ্টাফরিপোর্টার : নোয়াখালী শহরের সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন । আজ মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে ।
নিহত ছাত্রের নাম অজয় মজুমদার (২২) । তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র ছিলেন (১৩তম ব্যাচ) । তাঁর গ্রামের বাড়ি জেলার সুবর্ণচর উপজেলায় ।
সোনাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক কাজী সুলতান আহছান বলেন, বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের অজয় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে সোনাপুর জিরো পয়েন্টে আসেন । অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয় । এতে তিনি মারাত্মকভাবে আহত হন । তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান । পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন । ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন ।
নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, বেলা পৌনে দুইটার দিকে ওই ছাত্রকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন ।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, দুর্ঘটনার খবর জানার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে একটি প্রতিনিধিদলকে হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত ছাত্রের পরিবারের লোকজন এসে পৌঁছেছেন। তিনি তাঁদের সঙ্গে দেখা করবেন ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page