ষ্টাফরিপোর্টার : ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।
মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার সেতু ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতার ৫০ বছর বয়সী মো. মামুন হোসেন চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়ী এলাকার জাবেদ আলীর ছেলে ।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ।
নিহতের নাম অজয় মজুমদার । তিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে ।
মঙ্গলবার দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে সোনাপুর জিরো পয়েন্টে আসেন । অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয় । এতে তিনি মারাত্মকভাবে আহত হন । তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান । পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page